বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে ২৫জন কৃষক কৃষাণীতে হাতে কলমে প্রশিক্ষণ 

আবুল কালাম আজাদ
নভেম্বর ৩, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওটায় পার্টনার ফিল্ড স্কুলের সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা, সারোয়ার জামান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, কুমিল্লা, উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার হাজেরা বেগম ও নাসির উদ্দিন।

বক্তারা বলেন, কৃষিতে সুষম সার প্রয়োগ ও কৃষিকে বানিজ্যিকিকরন ও বীজ উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষনে ১০ দিনে ২৫ জন কৃষক কৃষানিকে হাতে কলমে প্রশিক্ষন প্রদান শেষে সনদ প্রদান করা হয় উক্ত প্রশিক্ষনে প্রথম স্থান অধিকার করেন কৃষানি তানজিলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।