মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোহনা টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধির উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।।

: মোহনা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান উপর সন্ত্রাসীদের নৃশংস হামলার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন বিআরজেএ। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম আজ ১১ সেপ্টেম্বর এক বিবৃতিতে নিন্দা ও তিব্র প্রতিবাদ জানিয়েছেন।

সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়েছেন। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না! আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।