শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুর থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জাকির মল্লিক (৩২) ২। রুবেল (২৫) ৩। গোলাম মোস্তফা (৪৮) ৪। শরিফুল (২৫) ৫। মিরাজ (২৮) ৬। কাউসার হাসান (২২) ৭। সুমিত (২৩) ৮। বাদশা (২৪) ৯। সাঈদ (২৮) ১০। তাজু (২৭) ও ১১। ইমরান (৩৫)।

এ অভিযানে বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগের মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় একজন, মাদক মামলায় ছয়জন, পরোয়ানা মূলে তিনজন এবং ডিএমপি অধ্যাদেশে একজন।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায় , শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।