বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারটির ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার এসআই সুশান্ত কুমার খান। তার ভাষ্য, মোটরসাইকেলটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ আবুল হোটেলের দিকে যাচ্ছিল। ফ্লাইওভারের ক্রসিংয়ে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষ। এতে অটোরিকশাচালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেলচালক ইয়াসিন আরাফাত আশিক (২১) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিনের বাসা রাজধানীর মুগদা এলাকায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।