রাজধানীর যাত্রাবাড়ি থানার ৬৫ নং ওয়ার্ডের আদর্শ বাগ আলী মোহাম্মদ খান রোড এলাকার বাসিন্দা । পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে স্বপন শীল (৩৪) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত স্বপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ফিরে যাত্রাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল কালাম। মাহিন টেলিকম নামে এলাকায় তার একটি বিকাশ এজেন্টের ব্যবসা রয়েছে। যাত্রাবাড়ি থানার এসআই সাদ্দাম বাদীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০ টার দিকে বাইতুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।আহত স্বপন শীল ৬৫ নম্বর ওয়ার্ডের আদর্শ বাগ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত গোপাল শীল। সে এলাকায় সেলুন দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে।
ঘটনার বিবরণে জানা যায়, আহত স্বপন এর খালাতো ভাই সাধুর কাছ থেকে ১৪ হাজার টাকা দামের একজোড়া বিদেশী জুতা এবং একটি মাইক্রোল্যাব হেডফোন ক্রয় করে আবুল কালাম। বিভিন্ন সময়ে পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাতে তালবাহানা করতে থাকেন। এ ধরনের ব্যবহারে বিরক্ত হয়ে পরবর্তীতে সাধু তার জুতা ফেরত নিয়ে যায়। তবে ঘটনার দিন স্বপনের বাসায় গিয়ে প্রতারণা করে ওই জুতা আবার নিয়ে আসে আবুল কালাম। এতে কথা কাটাকাটি তৈরি হলে স্বপনের সেলুনে বসে হাতে থাকা চাবির ছড়া দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে আবুল কালাম। এছাড়াও কিল ঘুষি লাথি মেরে আহত করে। এ সময় স্বপনের মুখে আঘাত লেগে ক্ষত তৈরি হয়ে মুখ দিয়ে রক্ত পরতে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত স্বপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
যাত্রাবাড়ি থানার এসআই সাদ্দাম গণমাধ্যম কে বলেন ঘটনাস্থলে পরিদর্শন করে বিষয়টির সত্যতা মিলেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
