শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমনা উদ্যানে শিশুদের ছবি আঁকার মেলায় রঙিন আনন্দের ছোঁয়া

রওশন জাহান মিতু
জানুয়ারি ২৩, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার রমনা উদ্যানে আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে বসেছিল শিশু-কিশোরদের এক প্রাণবন্ত ছবি আঁকার মেলা। চার দেয়ালের পাঠশালা ছেড়ে খোলা আকাশের নিচে, সবুজ প্রকৃতির সান্নিধ্যে রঙ-তুলিতে নিজেদের কল্পনার জগৎ ফুটিয়ে তোলে শিশুরা। আনন্দমুখর এই আয়োজনে শিশুদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

চিত্রশিল্পী ও চাইল্ড কাউন্সিলর ফাতেমা আক্তার বৃষ্টি এই মেলার আয়োজন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টিস্ট আব্দুল মান্নান ও আফসানা ইয়াসমিন আরতি ইন্টারন্যাশনাল চাইল্ড কাউন্সিলর অ্যান্ড রিসার্চার। প্রধান উদ্যোক্তা ফাতেমা আক্তার বৃষ্টি বলেন, শুধু সিলেবাসভিত্তিক পড়াশোনা নয়, সফল মানুষ হিসেবে গড়ে উঠতে শিশুদের সৃজনশীল চর্চায় দক্ষ করে তোলা জরুরি। ছবি আঁকা এমনই এক শিল্পমাধ্যম, যা শিশুদের মানসিক বিকাশ ও চিন্তার পরিসরকে বিস্তৃত করে।”

তিনি আরও বলেন, ঘরের জানালা দিয়ে আকাশ দেখা আর খোলা মাঠে দাঁড়িয়ে আকাশ দেখার অনুভূতি এক নয়। ঠিক তেমনি বই বা টিভিতে দেখা দৃশ্য আর প্রকৃতিকে সামনে রেখে আঁকা ছবির মধ্যেও রয়েছে বিশাল পার্থক্য। প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যেই রমনা উদ্যানে এই ছবি আঁকার মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় শিশুরা রমনার প্রকৃতির নানান রূপ তাদের আঁকায় তুলে ধরে। ভিন্ন ভিন্ন গাছের বৈচিত্র্য, অতিথি পাখির উড়ে চলা, শীতের নরম রোদে আলো-ছায়ার খেলা, শিশিরভেজা ফুল, প্রজাপতি, দিগন্তে উড়ে যাওয়া পাখিগুলো আপন নীড়ের সন্ধানে গন্তব্যে দীর্ঘ প্রহর ও ঘাসফড়িং —সবই ধরা পড়ে তাদের ক্যানভাসে।

“বর্ণ আট একাডেমি”-এর প্রায় ত্রিশজন শিক্ষার্থী এই মেলায় অংশ নেয়। কেউ জলরঙে, কেউ প্যাস্টেল রঙে, আবার কেউ পেন্সিল স্কেচে তাদের অনুভূতি প্রকাশ করে। দিনশেষে আয়োজিত চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন দেশের স্বনামধন্য চিত্রশিল্পী আব্দুল মান্নান। তাঁর সাবলীল, বাস্তবধর্মী ও মননশীল চিত্রকর্মের জন্য তিনি দেশ-বিদেশে সুপরিচিত।অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ককে করেছে আরও গভীর ও প্রাণবন্ত।

এই আয়োজন শিশুদের সৃজনশীল বিকাশে যেমন অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ককে করেছে আরও গভীর ও প্রাণবন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।