রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

আইডিইবি ভবনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজধানীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে দিনব্যাপী এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চলমান অন্যায়-অবিচার বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়- আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু এটা দুঃখজনক যে, ইসলামী বিধি-বিধানের প্রতি মানুষের এক ধরনের ভীতি রয়েছে। দীনের ব্যাপারে বিভিন্ন উগ্রগোষ্ঠীর বিকৃত চিন্তাধারা ও কর্মকাণ্ড মানুষের মধ্যে এই ইসলামভীতি তৈরি করেছে।

হেযবুত তওহীদের এমাম বলেন, ‘ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক জীবনব্যবস্থা, যা সকল ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রাসুলুল্লাহ (স.) ও তার সাহাবীরা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের অধিকার সংরক্ষিত ছিল। ইসলামের সেই সঠিক রূপটি এখন মানুষের সামনে অনুপস্থিত।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের এই শীর্ষ নেতা বলেন, ‘দীন প্রতিষ্ঠা করতে হলে জনমত গড়ে তোলা অপরিহার্য। এক্ষেত্রে ইসলামের সঠিক আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে। তাদেরকে আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ করতে হবে।

এসময় হেযবুত তওহীদের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণায় একটি বিশেষ গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন এমাম সেলিম। তিনি বলেন, ‘ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদের বিরুদ্ধে কথা বলায় তারা হেযবুত তওহীদের সদস্যদেরকে আক্রমণ করছে। এ ব্যাপারে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।