শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাবিব শেখ (৪২) নামে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।

গুরুতর আহতরা হলেন-একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ জানান, নিহত হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথা কাটাকাটি হয়। তখন আমার ও আমার ভাই টোকন শেখকে মারপিট করে চাচাতো ভাই জামাল ও রাকিব। তখন হাবিব এগিয়ে এসে মারপিট ঠেকাতে গেলে মাটিতে পড়ে যান।পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, হাসপাতালে হাবিব শেখকে আনার আগেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

বালিয়াকান্দি থানার ওসি মো. আবদুর রব তালুকদার যুগান্তরকে বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।