রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সমতল মাতৃভূমি
পাবনার ঈশ্বরদীর রূপপুরে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি লোডিংয়ের মতো গুরুত্বপূর্ণ ধাপে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থার সফল অপারেশন চূড়ান্ত করে তা এনপিসিবিএল অপারেশন টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। তিনি জানান, হস্তান্তরের পর থেকে অপারেটররা সিস্টেমটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন এবং এ পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। এর মাধ্যমে রূপপুরের বৈদ্যুতিক কাঠামো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য পূর্ণ প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে।
রূপপুর প্রকল্প সূত্র জানায়, বর্তমানে বৈদ্যুতিক ব্যবস্থা জাতীয় গ্রিড থেকে রূপপুর সাইটে বিদ্যুৎ গ্রহণের কাজে ব্যবহৃত হচ্ছে, যা কমিশনিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিদিন জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ এনে সাইটের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিস্টেমের স্থিতিশীল অপারেশন প্রমাণ করছে যে ভবিষ্যতে রূপপুর কেন্দ্র নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ ও একই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করবে। অর্থাৎ যে নেটওয়ার্ক এখন গ্রিড থেকে বিদ্যুৎ নিচ্ছে, ভবিষ্যতে সেই নেটওয়ার্ক দিয়েই দেশকে পারমাণবিক বিদ্যুৎ দেবে কেন্দ্রটি। এই দ্বৈত সক্ষমতা পুরো প্রকল্পকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলেছে।
রূপপুর প্রকল্পের উপপরিচালক ড. খালেকুজ্জামান জানান, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কমিশনিং কার্যক্রমের অংশ হিসেবে টেম্পোরারি অপারেশন গ্রহণের পূর্বে টেস্ট প্রোগ্রাম অনুযায়ী ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস-এর ইন্টারলক, প্রোটেকশন ও নিয়ন্ত্রণ সিস্টেম পরীক্ষা, দুটি অটোট্রান্সফরমারের ইন্সটলেশন রেজিটেন্সসহ সব পরীক্ষা, ফায়ার ডিটেনশন জিইএস, ওয়াটার-ফায়ারের কার্যকারিতার পরীক্ষা শেষে সমস্ত পরীক্ষার ফলাফল প্রাথমিকভাবে অপারেশনের জন্য গ্রহণযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। অপারেশনাল ব্যবস্থাপনা এবং জাতীয় গ্রিডের নির্দেশনা অনুযায়ী পাওয়ার সরবরাহ ও গ্রহণও নিশ্চিত করা হচ্ছে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, এ বছর রূপপুর প্রকল্পে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাথমিক ওসার্ট মিশনসহ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পরিদর্শন সম্পন্ন হয়েছে। এসব মূল্যায়নে রূপপুর প্রকল্পের নিরাপত্তা, প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাশিয়ার জাতীয়-আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমেও রূপপুর প্রকল্প উচ্চমানের প্রস্তুতি প্রদর্শন করেছে। সব মূল্যায়নে ইতিবাচক সাফল্যের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি লোডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ধাপে অগ্রসর হচ্ছে। এটি বাংলাদেশের জন্য এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে।
