লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া একটি ঘরে থাকা ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডর নরিমপুর এলাকার মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে দুলাল ঘরের বাহিরে যান। বাহির থেকে এসে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। পরবর্তীতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে থেকে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রতিবেশি শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরও পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি ঘরে থাকা দুলাল মিয়ার ছেলে আয়াত পুড়ে মারা যায়।
দুলাল মিয়ার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, ঘরের ভেতরে ৩টি গ্যাস সিলিন্ডার ছিল। এরমধ্যে দুটি খালে থাকলেও অন্যটিতে গ্যাস ছিল।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পিয়াস চন্দ্র সরকার বলেন, ‘প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনোর সূত্রপাত হয়। একটি শিশু মারা গেছে। আগুনে ঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রামগঞ্জ পৌর প্রশাসক ফারাশিদ বিন এনাম বলেন, ‘আগুনে আয়াত নামের এক শিশু পুড়ে মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা করা হয়েছে।’
পরবর্তীতে তাদের টিনসহ আরও আর্থিক সহযোগীতা দেওয়ার আশ্বাস জানিয়েছেন তিনি।
