মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শান্তি আলোচনার মধ্যে পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৫

অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

তুরস্কে শান্তি আলোচনা চলছে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাক-আফগান সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহার প্রদেশের জেলা স্পিন বোলদাকের জেলা হাসপাতালের এক চিকিৎসক এ প্রসঙ্গে এএফপিকে বলেছেন, বৃহস্পতিবারের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার নারী এবং একজন পুরুষ রয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ছয়জন নিহত এবং আহতরা সবাই আফগানিস্তানের নাগরিক। সীমান্তের ওপারে পাকিস্তানে কেউ নিহত কিংবা আহত হয়েছে কিনা— এখনো জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।