শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ৯৩ হাজার ৯০ ইউরো জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমগামী ফ্লাইটের যাত্রী ছিলেন শাহজাহান মোল্লা নামে ওই ব্যক্তি। তাঁকে আটক করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

জব্দ করা ইউরোর বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ।

বেবিচক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সোয়া ১০টার দিকে নিরাপত্তা তল্লাশি চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৫৫) রোমগামী ফ্লাইটের যাত্রী শাহজাহান মোল্লার লাগেজে বিদেশি মুদ্রা থাকার নমুনা ধরা পড়ে। পরে ওই লাগেজ খোলা হলে এই বিশাল অঙ্কের ইউরো পাওয়া যায়।

বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্মকর্তাদের বরাতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ জানিয়েছেন, আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।