শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল আটক

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারী যাত্রীর শরীর থেকে বিশেষ কায়দায় লুকানো ১০২টি মোবাইল ফোন আটক করেছে কাস্টমস। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই–চট্টগ্রাম–ঢাকা রুটের ফ্লাইট (BG-148) ঢাকায় অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস ও এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যাত্রীদের নজরদারিতে রাখেন।

গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশিতে চার নারী যাত্রী সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাতের শরীর থেকে মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার করা ফোনের মধ্যে রয়েছে ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল। মোট ফোনের সংখ্যা ১০২টি।

যাত্রীরা এসব ফোন সম্পর্কে কোনো তথ্য দিতে না পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ডিএম করে। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দর দিয়ে নিয়মিতভাবে স্বর্ণ, মোবাইল ও সিগারেট পাচারের চেষ্টা হয়। বিশেষত দুবাই ও শারজাহ থেকে আসা ফ্লাইটগুলোতেই এমন ঘটনা বেশি ঘটে। সাম্প্রতিক সময়ে কড়াকড়ি বাড়ায় পাচারকারীরা কৌশল বদলেছে। দুবাই ও শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমানে চট্টগ্রাম থেকে তাদের নিজস্ব লোকজন ওঠে এবং মাঝ আকাশে কৌশলে স্বর্ণ বা মোবাইল হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।