শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশুসহ ৬ জেলেকে আটক করেছে আরাকান আর্মি

টেকনাফ উপজেলা প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ১টি মাছ শিকারের ট্রলারসহ ফের ৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে ১ শিশুসহ ৫ জন বাংলাদেশি ও ১ জন রোহিঙ্গা জেলে রয়েছেন।

তারা হলেন, সেন্টমার্টিনের মাঝের পাড়ার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে নুর মোহাম্মদ, মোহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ নুর, নুরুল ইসলামের ছেলে নুরুল আলম, টেকনাফ বাহার ছড়া শামলাপুর এলাকার বাইন্না পাড়ার লাল মিয়ার ছেলে হাবিবউল্লাহ, হাবিবউল্লাহর ছেলে মোহাম্মদ ইব্রাহীম (১০) ও অপর জন রোহিঙ্গা; তার নাম ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামের একটি অনলাইনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তারা সেখানে উল্লেখ করেছেন, মিয়ানমারের জলসীমা অতিক্রম করে বাংলাদেশের একটি বোট মিয়ানমার সীমান্তে মাছ শিকার করছিল। এমন সময় মিয়ানমারের আরাকান আর্মির আইনে তারা সমুদ্র সীমা অতিক্রম করার দায়ে তাদের ২২ ডিসেম্বর ভোরে আটক করেন।

তারা আরও জানান, আটক জেলেদের মিয়ানমারের আরাকান আর্মির কোস্টাল আইন অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. ইমামুল হাফিজ নাদিম জানান, বিষয়টি শুনে কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করেছে কি না তা খবর নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।