শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশু সাজিদের ‘মৃত্যুকূপ’ দেখতে আসা মানুষ আবেগপ্রবন হয়ে যায়

তানোর (রাজশাহী) প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ হারানো শিশু সাজিদের ‘মৃত্যুকূপ’ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট ছাড়াও বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘটনাস্থল দেখতে আসছেন। তারা এসে সাজিদ যে গর্তে পড়ে গিয়েছিল সেটি ঘুরে দেখছেন।

৭০ বছর বয়সি বৃদ্ধ ইসরাইল এসেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকা থেকে। তিনি বলেন- ফেসবুক, পেপার ও বিভিন্ন অনলাইনে ছাড়াও লোক মাধ্যমে ঘটনাটি জানার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি। ঘটনাস্থলে এসে ছেলেটিকে দেখতে পাইনি। তাই ছেলেটি যেখানে পড়ে মারা গেছে সেটি দেখলাম। ঘটনাটি হৃদয় বিদারক। আমরা রাণীহাটি থেকে ছয়জন এসেছি শুধুই নিজের মনকে একটু বুঝ দিতে।

এছাড়াও নওগাঁর নিয়ামতপুর থেকে আসা শহিদুল ইসলাম বলেন, আমি স্ত্রী-সন্তান নিয়ে ভোরে রওনা দিয়েছি।

মেহেরপুরের মুজিবনগর থেকে আসা যুবক সাকিবুল হাসান বলেন, আমার মা-বাবাকে নিয়ে এসেছি দেখতে। মর্মান্তিক এ ঘটনায় পুরো দেশে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। এজন্য পুরো পরিবার নিয়ে এসেছি সরাসরি দেখতে। দেখে একটু প্রশান্তি পাচ্ছি। সেই সঙ্গে ছোট্ট এ শিশুটির জন্য কষ্ট হচ্ছে। আল্লাহ যেন এ শিশুটির জন্য তার বাবা-মা ও আমাদের সবাইকে মাফ করে দেন।

এর আগে উপজেলার কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ ছিল দুই বছরের সাজিদ। টানা ৩৩ ঘণ্টা পর ৫০ ফুট গভীর থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার পর শিশুটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক শিশু সাজিদকে মৃত ঘোষণা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।