শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

বরগুনা প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণ করার অপরাধে ধর্ষক মহসিন কাজীকে (৪৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু ধরে খালের পাশে ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিম বাড়িতে তার মাকে বলে দেয়। পরে মহসিন কাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় মামলা করেন শিশুটির মা। বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সেই মামলায় রায় দিয়েছেন আদালত। মামলার বাদী ও ভিকটিমের মা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ বিষয়ে বরগুনা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) রনজুয়ারা সিপু জানান, এ মামলাটি একটি চাঞ্চল্যকর ঘটনা। এক শিশু মক্তবে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে ধর্ষণ করার ঘটনায় একটি মামলা হয়। সেই মামলায় বিচারক প্রধান আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।