শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে গর্ত খুঁড়ে চলাচলের পথ বন্ধ করলেন ইটভাটা মালিক, গ্রামবাসীর দুর্ভোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গ্রামীণ সড়কে গর্ত খুঁড়ে ও মাটি ফেলে গ্রামবাসীর চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: সমতল মাতৃভূমি

খুলনার ডুমুরিয়ায় গ্রামীণ সড়কে গর্ত খুঁড়ে ও মাটি ফেলে গ্রামবাসীর চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন এক ইটভাটা মালিক। এতে ১০ গ্রামের মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। রোববার সকালে উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারশিং গ্রামে এমন চিত্র দেখা গেছে

এলাকাবাসীরা জানান, বয়ারশিং গ্রামের ভাই-ভাই ইটভাটার মালিক রঞ্জন সরদার স্থানীয় তালতলা নদী সংলগ্ন ইটভাটার কাছে একটি গ্রামীণ সড়কে বিশাল গর্ত খুঁড়ে ও মাটি ফেলে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে। এতে উপজেলার আটলিয়া ও শোভনা দুই ইউনিয়নের বয়ারশিং, আধারমানিক, সুন্দরবুনিয়া, গোলাবদহ, কুলবাড়িয়া, নিচুখালী, মঠবাড়িয়া, বাদুরগাছা, বাগআঁচড়া ও পারমাদারতলা তিনটি ওয়ার্ডের দশটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

তারা আরও অভিযোগ করেন, গর্ত করা ও মাটি ফেলায় দুর্ভোগে পড়েছেন তাঁরা। এছাড়াও ইটভাটা মালিক রঞ্জন সরদার ওই রাস্তা সংলগ্ন নদীর চরের ৬ বিঘা সরকারি জমি অবৈধ দখলে নিয়েছেন।

গ্রামবাসীর ভাষ্য, গ্রামীণ সড়কটি দিয়ে কয়েক যুগ ধরে সর্বসাধারণ যাতায়াত করে আসছে। পুরো রাস্তায় গর্ত খুঁড়ে জনসাধারণের চলাচল বন্ধ করার জন্য ভাটা মালিক কোনো অনুমতি নেননি। প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বয়ারশিং গ্রামের শংকর মন্ডল ও দীপক মন্ডল জানিয়েছেন, তালতলা নদীর চর ঘেঁষে গ্রামীণ সড়কটি সম্পূর্ণ সরকারি জায়গায় অবস্থিত। এই সড়কের কাছেই কাঠালতলা-মাগুরখালী পাকা সড়ক। গ্রামীণ সড়কটি বন্ধ হওয়ায় ১০ মিনিটের পথ এখন এক ঘণ্টারও বেশি সময় ধরে অন্য রাস্তা ধরে পাকা সড়কে পৌঁছাতে হচ্ছে।

স্থানীয় কৃষক প্রকাশ মন্ডল ও সুব্রত মন্ডল জানান, সড়কটি দিয়ে অসংখ্য মানুষ সবজি খেত ও মাছের খামারে যাতায়াত, কৃষকের উৎপাদিত পণ্য বহনসহ সহজ পথে গ্রামের হাট-বাজার ও বিভিন্ন শহরে চলাচল করে। সড়কটি উন্মুক্তের দাবি তাদের।

এ বিষয় ভাই-ভাই ইটভাটার স্বত্বাধিকারী রঞ্জর কুমার সরদার বলেন, সম্প্রতি ইটভাটা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। তাছাড়া বহিরাগত লোকজনের চলাফেরা ও আনাগোনা বেশি বলে রাস্তাটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি জায়গার ওপর রাস্তা, এটি বেশিদিন বন্ধ রাখা যাবে না। দ্রুতই খুলে দেওয়া হবে।

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, ভাটার জন্য রাস্তা বন্ধ করে জনগণকে ভোগান্তিতে রাখা যাবে না। এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। তিনি ইউএনওর সঙ্গে কথা বলবেন এবং সরেজমিন তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।