শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সদরঘাটে পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সোমবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন ।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি তিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।