বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ২১ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মানোয়ার হোসেন লিটন, সদস্য রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।