বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাক্কু কে ঢাকায় ডেকে মির্জা ফখরুলের বার্তায় কি থাকছে?

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণায় নড়েচড়ে বসেছে স্থানীয় বিএনপি। নির্বাচন সামনে রেখে সাক্কুকে থামাতেই কি বিএনপি মহাসচিব তাকে ঢাকায় ডেকে পাঠান? নাকি বিএনপির রাজনীতিতে ফেরার চেষ্টায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বিএনপি মহাসচিবের শরণাপন্ন হয়েছেন? ঢাকায় বিএনপি মহাসচিবের সঙ্গে তার একান্ত বৈঠক নিয়ে নগরজুড়ে আলোচনা চলছে। এটি এখন টক অব ট্যা কুমিল্লা।কুমিল্লাবাসীর জল্পনা তবে কি সাক্কু আবারও দলীয় পদে ফিরবেন? নাকি রাজনীতির অন্তরালে চলছে অন্য খেলা?এদিকে সেদিন বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্কুর কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা তিনি এখনো খোলাসা করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-৬ সংসদীয় আসনটি জেলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপির রাজনৈতিক অনেক কৌশল থাকতে পারে। এতে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে নানামুখী তৎপরতা চালানো হচ্ছে।তাছাড়া এ আসনে জামায়াতের প্রার্থী দিন দিন সুবিধাজনক অবস্থায় চলে যাচ্ছেন। এসব বিষয় বিএনপির হাইকমান্ডের নজরে রয়েছে। কুমিল্লা সদর আসন নিয়ে কাজ করছে বিএনপির বিভাগীয় টিম।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এতে দলীয় প্রার্থীর ভোটের ওপর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দেয়। কারণ সাক্কুর কুমিল্লায় একটা ভোটব্যাংক আছে। যার ফলে সাক্কুকে কব্জায় নেওয়ার কাজ করছে বিএনপির হাইকমান্ড।

সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নিজ বাসায় ডেকে নেন। সেখানে তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।