ময়মনসিংহ সদর কোম্পানি র্যাব ১৪কর্তৃক নাহিদ হোসেন ওরফে পাপ্পু নামের এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ১৮:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া সরকারী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-১০৮(১১)১৮, জিআর নং-১৩৭৭/১৮, প্রসেস নং-১৬৫/২৩, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্ররণ আইনের ১৯(৯) টেবিল ৯(ক) মোতাবেক ০১ (এক) বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাহিদ হোসেন ওরফে পাপ্পু (৪০), পিতা-মোয়াজ্জেম হোসেন, সাং-আকুয়া লিচু বাগান, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।র্যাব ১৪ মিডিয়া সেন্টার প্রেস রিলিজের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
