শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিআইডির ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ‍বুধবার বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান।তিনি বলেন, নিহতের বয়স ৩৭ বছর। এর আগে তার পোস্টিং মৌলভীবাজারে ছিল। ৫ আগস্টের পর তিনি ঢাকায় আসেন।

আফতাব আত্মহত্যা করেছেন জানিয়ে মোস্তফা কামাল খান বলেন, পারিবারিক কারণেও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। আমরা সেটা তদন্ত সাপেক্ষে বের করে আপনাদের জানাব।

আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগে কর্মরত ছিলেন।

লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।