চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানে সন্ত্রাসীদের বর্বর হামলায় র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিন পর বুধবার গভীর রাতে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলায় জঙ্গল সলিমপুর আলিনগর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিন, তার ঘনিষ্ঠ সহযোগী নুরুল হক ভান্ডারীসহ মোট ২৯ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও, তদন্তের স্বার্থে আটক তিনজনের পরিচয় প্রকাশ করেননি।
ঘটনার পর থেকে জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্বেগ।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে সন্ত্রাস দমনে পরিচালিত অভিযানের সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়া ঘটনাস্থলেই শহীদ হন এবং আরও চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে নুরুল আলম মনা নামে এক আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে জানা যায়, সে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের এজাহারভুক্ত আসামি।
এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।
