বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ৪১দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে  ৬০ শিশু-কিশোরের পুরস্কার লাভ.

সীতাকুন্ড প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি এলাকার কৃতি সন্তানদেরও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে স্থানীয় যুব সমাজের এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গতকাল বাদ মাগরিব সীতাকু‌ণ্ডের নুনাছড়া ও উত্তর কেদারখীল এলাকার যুব সমাজের উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভার ১নং ওয়ার্ডের দলিলুর রহমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান।নামাজে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে সাইকেল, স্কুলব্যাগসহ বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোবারক হোসেন জামসেদ।

প্রধান অতিথি ছিলেন দলিলুর রহমান জামে মসজিদের সভাপতি ও জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সদস্য ওহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী, এবং সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম ইকবাল, ও সাইফুল ইসলাম রুবেল,মোহাম্মদ জামশেদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম, কামরুল ইসলাম ও মোরসেদ আলম সোহাগ।

কৃতি সন্তানদের সংবর্ধনা: অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নুনাছড়া ও উত্তর কেদারখীল এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান।

এলাকার গর্ব এই শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় ও সামাজিক কর্মকাণ্ডে উৎকৃষ্ট সাফল্য অর্জন করেছেন।সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন জিয়াউল করিম চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবু বকর, রেজাউল করিম রানা, ইরফান মাহমুদ রাসেল, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, মুনছুর আলম, হাফেজ শাহাদাৎ হোসেন, হাফেজ সামসুল হুদা ফাহিম, আরিফুল ইসলাম চৌধুরী, জাফর আলম খোকন, রাসেদ কামাল চৌধুরী টিপু ও তহিদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, “যেভাবে কৃতি শিক্ষার্থীরা এলাকার নাম উজ্জ্বল করছে, তেমনি ধর্মীয় অনুশাসন ও সামাজিক দায়িত্ববোধেও সবাইকে এগিয়ে আসতে হবে।”

৪১ দিনের নামাজ কর্মসূচি: কর্মসূচিতে মোট ৬০ জন শিশু-কিশোর অংশ নেয়।

নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও মনোযোগের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে সাইকেল প্রদান করা হয়। সাইকেল বিজয়ীরা হলেন— শাফায়েত, অভি ও সামির।

এছাড়া অন্যান্য অংশগ্রহণকারীদের স্কুলব্যাগ সহ নানা উপহার দেওয়া হয়।বক্তারা বলেন, “বর্তমান সময়ে কোমলমতি শিশু-কিশোররা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনে আগ্রহী করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।