বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

সমতল মাতৃভূমি ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার খুলনা থেকে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে একটি পর্যটকবাহী জাহাজ। শনিবার রাত সাড়ে ১০টায় একটি বাল্কহেডের ধাক্কায় জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। পরে জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোটে ঘটনাস্থলে যায়। সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ আরও ২০ জন পর্যটককে উদ্ধার করে।

তিনি বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।