বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী রবিন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পূর্বাচল আর্মি ক্যাম্পের আভিযানিক দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি দল রোববার (২ নভেম্বর) গভীর রাতে অভিযান চালায়। এসময় তারা একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, একটি ডামি পিস্তল, দুই রাউন্ড গুলি, দেশিয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য (হেরোইন ২২২ গ্রাম, ইয়াবা ১৫৩ পিস ও গাঁজা ৫০০ গ্রাম) উদ্ধার করে।
সোমবার (৩ নভেম্বর) রাতে সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।
তিনি জানান, সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। রূপগঞ্জে পরিচালিত এ অভিযানে একটি বড় অস্ত্র ও মাদক চক্রের সদস্যকে আটক করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, আটক রবিন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে। আমাদের কাছে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই আসল পরিচয়। সন্ত্রাসী মানে সন্ত্রাসী।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর হাতে আটক রবিন মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
