ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া
সৈনিক পদে নিয়োগে বয়সসীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন (২০২৬ সাল) থেকে ১৭ থেকে ২৩ বছর বয়সী তরুণরা এ পদে যোগদান করতে পারবেন।
আজ রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল থেকে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে।
বর্ধিত বয়সসীমা: সাধারণ ট্রেড— ১৭ হতে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেড (টিটি)— ১৭ হতে ২৩ বছর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
