বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনা অভিযানে হাজারীবাগের ভয়ঙ্কর ‘ডন সাগর গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তি

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৮, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর হাজারীবাগ এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করা কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ সেনা অভিযানে গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এর আগে, সাগর তার সহযোগীদের নিয়ে নয়ন নামের এক যুবকের ওপর হামলা চালায়। গুরুতর আহত নয়ন জানান, সকালবেলা বাসা থেকে বের হওয়ার পর ডন সাগর ও তার লোকজন তাকে রাস্তায় আটকে ফেলে। তাদের হাতে ছিল চাইনিজ চাপাতি। তারা এলোপাতাড়ি কোপাতে থাকে, ফলে তার হাত ও শরীরে মোট ১৩টি সেলাই দিতে হয়। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঘটনার পর বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার নজরে আসে। পরবর্তীতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ডন সাগর’-কে তার সহযোগীদের কাছ থেকে হাতেনাতে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর (২০) হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।

গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধারালো চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা এবং একটি হাতঘড়ি।

আটক সাগরকে জিজ্ঞাসাবাদ শেষে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ডন সাগর ও তার গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার গ্রেফতারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।