চট্টগ্রামের হাটহাজারীতে একটি দোকানে দুর্ধর্ষ ডাকাতির সময় বাধা দেওয়ায় ডাকাতদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে শহিদুল ইসলাম (২১) নামে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওই ডাকাত সদস্যদের নাম জাহাঙ্গীর হোসেন প্রকাশ (৩৭)। গ্রেফতারকৃত ডাকাত জাহাঙ্গীর দোকানে ডাকাতিকালে সেনা সদস্যকে লক্ষ্য করে সরাসরি গুলি করে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রুপন নাথ। এর আগে শুক্রবার রাতে হাটহাজারী থানাধীন বড়দিঘির পারের পশ্চিমে খিল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত জাহাঙ্গীর চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সেকান্দর কলোনির মৃত ইসমাইল হোসেনের পুত্র।
পুলিশ জানায়, চলতি বছরের ২৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন পূর্ব দেওয়ান নগর শায়েস্তা খাঁ পাড়ার মুদি মালামাল বিক্রি এবং বিকাশ ও নগদের এজেন্ট কার্যক্রম পরিচালিত গাউছিয়া গ্রোসারিতে মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা প্রবেশ করে। এরপর দোকান মালিকৎ রাশেদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের ক্যাশবক্সে রাখা ১১ লাখ নগদ টাকা লুট করার সময় দোকানির ছোটভাই সেনাবাহিনীর ২৭ বীর সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে সৈনিক শহিদুল ইসলাম বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি গুলি করে এবং ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছিল। এই ঘটনায় ২৭ এপ্রিল রাতে দোকান মালিক বাদী হয়ে থানায় একটি মামলা (নং-২১) রুজু করে।
গ্রেফতারকৃত ডাকাত জাহাঙ্গীর হোসেন সরাসরি জড়িত ছিল জানিয়ে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, মুদি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার জড়িত গ্রেফতারকৃত দুইজন ইতোপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা ডাকাতি করার সময় সেনা সদস্যকে লক্ষ্য করে ডাকাত জাহাঙ্গীর গুলি করার কথা স্বীকার করে। এরপর থেকে তাকে পুলিশ গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে গ্রেফতার করেছে।
