বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেভেন রিংস সিমেন্টের ‘ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫’ উদযাপন

অর্থনীতি বিষয়ক রিপোর্টার
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের শীর্ষ প্রকৌশলী, স্থপতি ও নির্মাণশিল্পের পেশাজীবীদের সম্মান জানাতে ‘ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে সেভেন রিংস সিমেন্টের এই আয়োজনের থিম ছিল ‘স্কেচ টু স্ট্রাকচার’, যেখানে একটি কনসেপ্ট কীভাবে বাস্তব স্থাপনায় রূপ নেয়, সেই যাত্রাকে বিশেষভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট, শাবিপ্রবি, আইইউটি, ডুয়েট, এ.ইউ.এস.টি., এমআইএসটিসহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর ভাইস চ্যান্সেলর ও অধ্যাপকরা।

এ ছাড়া আইএবি, আইইবি, পিডব্লিউডি, রাজউক,সিএএবি, বিএসটিআই, ডিপিএইচই, বাংলাদেশ রেলওয়ে, মেট্রো রেল প্রজেক্ট, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা ব্রিজ প্রজেক্ট, ঢাকা এমআরটি ডেভেলপমেন্ট, এলজিইডি, এমইএসসহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে যুক্ত স্থপতি, প্রকৌশলীরা ও বিশেষজ্ঞরাও অংশ নেন।

এ ছাড়া সেভেন রিংস সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ, ভাইস-চেয়ারম্যান এস. রায়হান আহমেদ ও ডিরেক্টর সাইফ রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে সেভেন রিংস সিমেন্টের প্রতিনিধিরা বলেন, দেশের প্রকৌশলী ও স্থপতিদের পাশে প্রতিষ্ঠানটি সবসময় আছে এবং তাদের উন্নয়নেও কাজ করছে। পরে ‘স্কেচ টু স্ট্রাকচার’ থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা অনুষ্ঠানের মূল বার্তা ছিল একটি কনসেপ্ট কিভাবে প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে শক্ত, মানসম্মত কাঠামোয় পরিণত হয়।

সেভেন রিংস সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ বলেন, আজকের এই অনুষ্ঠান প্রকৌশলী ও স্থপতি কমিউনিটির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি সহযোগিতা এবং প্রতিভা স্বীকৃতি মাধ্যমে দেশের অবকাঠামোগত অগ্রগতি ‘স্কেচ থেকে স্ট্রাকচার’ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে দেশের অবকাঠামো নির্মাণে অসামান্য অবদান রাখা স্থপতি ও প্রকৌশলীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি সেভেন রিংস সিমেন্ট ব্যবহৃত দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পের উপস্থাপনা দেখানো হয়, যা বড় নির্মাণ উদ্যোগে ব্র্যান্ডটির নির্ভরযোগ্য ভূমিকা আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ পেশাজীবী থেকে শুরু করে তরুণ স্থপতি ও নতুন প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এরপর ছিল সাংস্কৃতিক আয়োজন। -সংবাদ বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।