বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শুরু

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ ২০২৬) প্রদর্শনী কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এ বছর উৎসবটি ঢাকার একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী কেন্দ্র হিসেবে যুক্ত হয়েছে।

এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ—এই চারটি ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শনী চলছে।

এ বছর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ উৎসবটির অফিশিয়াল ভেন্যু পার্টনার হিসেবে অংশ নিয়েছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ১টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৫টায় প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

উৎসবের প্রদর্শনী শুরুর আগে শনিবার (১০ জানুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া আনুষ্ঠানিকভাবে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মতিন রহমান, সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী, ডিরেক্টর ফিন্যান্স মো. মোতাহের হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একই দিন বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মিলনায়তনে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে উৎসবের প্রথম দিন চারটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ দিনের প্রদর্শনীর তালিকায় ছিল আবখাজিয়া/রাশিয়ার Three Weddings and One Escape, অস্ট্রিয়া-ইরানের Scarecrow, কসোভোর Odyssey of Ody এবং নেদারল্যান্ডস-বেলজিয়াম-জার্মানি যৌথ প্রযোজনার চলচ্চিত্র Fabula।

উৎসবের দ্বিতীয় দিন, ১১ জানুয়ারি স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আরও চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ দিনের তালিকায় রয়েছে ভারত-পাপুয়া নিউগিনির Papa Buka, রাশিয়ার Chansoo (The Letter), চীনের Hao Hao Shuai Lai Dian (The Shore of Life) এবং ইরানের Bay-e Goy (The Banana Garden)।

১৯৭৭ সাল থেকে রেইনবো ফিল্ম সোসাইটি নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে এই উৎসব বাংলাদেশে বিশ্বমানের চলচ্চিত্রচর্চা, নান্দনিক চিন্তাভাবনা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

এ বছরের উৎসবে মোট নয়টি বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। বিভাগগুলো হলো—এশিয়ান কম্পিটিশন, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ প্যানোরামা, উইমেন ফিল্মমেকারস, স্পিরিচুয়াল ফিল্মস, চিলড্রেনস ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস, রেট্রোস্পেকটিভ এবং স্পেশাল স্ক্রিনিং।

নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।