বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ কৃষি ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ড. মোহাম্মদ জাহিদ হোসাইন

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ড. মোহাম্মদ জাহিদ হোসাইন। মঙ্গলবার হঠাৎ করে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। গতবছর সরকার পতনের পর তাকে তিন বছরের জন্য নিয়োগ দেয় সরকার।

অর্থনীতিবিদ ড. মোহাম্মদ জাহিদ হোসাইন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন গত বছরের ২০ অক্টোবর। এর আগে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাউথ এশিয়া ডিপার্টমেন্টের একজন প্রিন্সিপাল ইকোনমিস্ট ছিলেন। এডিবিতে থাকা অবস্থায় সংস্থাটির বাংলাদেশ প্রোগ্রামিং ও অর্থনৈতিক বিশ্লেষণধর্মী কার্যাবলী তদারকি করতেন। এডিবির কনসালটেন্ট হিসেবে অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি ও সেক্টর ইস্যু বিষয়ে ঊর্ধ্বতন নির্বাহীগণের উপদেষ্টা হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন।

১৯৭৯ সালে তিনি বিসিএস কাস্টমস ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ইউনিভার্সিটি অব ফিলিপিনস থেকে অর্থনীতিতে এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।