রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর এলাকায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে রুমেছা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রুমেছা আক্তারের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ফলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সোহরাব আলীর মেয়ে। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
হাজারীবাগ থানার এসআই আশরাফুজ্জামান জানান, পারিবারিক নানা কারণে রুমেছা ও তার স্বামীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। শুক্রবার সকালে স্বামী বাসা থেকে বের হওয়ার সময় দেখতে পান, তার স্ত্রী রান্না করেননি। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্বামী বাসা থেকে চলে যান।
দুপুরের দিকে তাদের শিশুসন্তানের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা বাসায় ঢুকে দেখেন, রুমেছা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।
এসআই আশরাফুজ্জামান আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
