বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার: গ্রেফতার ২

হাতিরঝিল থানা প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরাঙ্গ মন্দিরের মূল গেটের সামনে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবু সালাম (৪৪) ও জুলহাস উদ্দিন (৪০)। দুজনের বাড়িই কুমিল্লার দেবীদ্বার উপজেলায়, বর্তমানে তারা রাজধানীর কড়াইল বস্তিতে বসবাস করতেন।

হাতিরঝিল থানার এসআই আসাদুজ্জামান জানান, রাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকায় মাদক পাচার হতে পারে। এরপর ওসির নির্দেশে ফোর্সসহ চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে দুইজনকে গাঁজাসহ পুলিশ আটক করে। তল্লাশিতে আবু সালামের কাছ থেকে তিন কেজি এবং জুলহাস উদ্দিনের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।