আগামী ২০ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিজেকেএস ক্লাব সমিতির ব্যবস্থাপনায়ে বিগত বছর সিজেকেএস – সিডিএফএ আয়োজিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্লাবের ২য় ও ৩য় বিভাগে নিবন্ধিত খেলোয়াড়দের অংশগ্রহনে ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
শুধু মাত্র ২০২২ -২৩ মৌসুমে যে সকল খেলোয়াড় সিজেকেএস – সিডিএফএ আয়েজিত ২য় ও ৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণ ও রেজিষ্ট্রেশন করেছেন তারাই এই ফুটবল টুর্নামেন্টে খেলার যোগ্য বলে বিবেচিত হবেন।
উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণে উচ্চুক ক্লাব সমুহকে আগামী ২৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে স্ব স্ব ক্লাব প্যাডে ( সকাল ১০ টা -সন্ধ্যা ৭ টার মধ্যে) স্টেডিয়ামস্থ সিজেকেএস ক্লাব সমিতির অস্থায়ী কার্যালয়ে নাম তালিকাভুক্তর জন্য অনুরোধ জানানে হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
