বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২২ বিচারক স্থায়ী হলেন, বাদ গেলেন বিএনপি নেতার ছেলে

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানের পর অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ জন বিচারক স্থায়ী হয়েছেন। একই সময়ে নিয়োগ পাওয়া আরেক বিচারক বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরী বাদ পড়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

তারা হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।

২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে দেবাশীষ রায় চৌধুরীও ছিলেন।

হাইকোর্টে ২৩ অতিরিক্ত বিচারপতি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬(২)(ক) অনুসারে হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগপ্রার্থীর বয়স কোনোক্রমেই ৪৫ (পঁয়তাল্লিশ) বছরের নিচে হবে না।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া বিচারকদের তালিকা অনুসারে দেবাশীষ রায় চৌধুরীর জন্ম তারিখ ০১.০৩.১৯৮১ খ্রিস্টাব্দ। সেই হিসাবে তার বর্তমান বয়স ৪৫ বছরের কম; ১১ নভেম্বর ২০২৫ তারিখে (স্থায়ী করার দিন) তার বয়স হয় ৪৪ বছর ৮ মাস ১১ দিন। তবে তাকে স্থায়ী নিয়োগ না দেওয়ার কোনো কারণ প্রজ্ঞাপনে জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।