মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২ ভবনের মধ্যে পড়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে মুনতাসিম নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী মুনতাসিম (২২) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের আইন বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী।

পুলিশের ধারণা নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ওসি মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ ফেলে দিয়েছে সেটি তদন্ত করে দেখা হবে।

এদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশের (পুসাব) ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে- ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টার দিকে একটি মৃতদেহ দেখতে পাওয়া যায়! শিক্ষার্থীরা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

মৃতদেহটি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের MPS ডিপার্টমেন্টের ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুনতাসিমের বলে জানা যায়। পুসাবের অনুসন্ধানে জানা গিয়েছে ঐ শিক্ষার্থী ৩.১০ এর ক্লাসে উপস্থিত হয়ে কোনো একটি কারণে বের হয়ে যায়। তার একটু পরেই তার মৃতদেহ পাওয়া যায়।

উল্লেখ্য, সাধারণ ভাবে ছাদ থেকে পড়ে গিয়েছে বা এমন কিছু ধারণা করা হলেও মৃতদেহে তেমন কোনো বাহ্যিক অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি। তাই এমন একটি আবদ্ধ স্থানে মৃত্যুর বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।