বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪০ সাংবাদিকের অংশগ্রহণে ঢাকায় দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউিট (নিমকো)-এর উদ্যোগে এবং সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারত্বে ও সুইডনে দূতাবাসের সহায়তায় রাজধানীর গুলশানে একটি কর্মশালা হয়েছে।

১৪ ডিসেম্বর দিনব্যাপী এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট দেওয়া হয়। ঢাকা বিভাগের ১৪টি জেলা থেকে মোট ৪০ জন কোর্ট রিপোর্টার এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। তিনি গণমাধ্যমকে, বিশেষ করে বিচার বিভাগ সংক্রান্ত সংবাদে সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমকো’র মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান। তিনি বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সবসময় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার বলনে, ইউএনডিপি প্রায় এক যুগ ধরে বিচার বিভাগের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, প্রান্তিক জনগণের ন্যায়বিচার নশ্চিতে গ্রাম আদালত র্কাযক্রম সম্প্রসারণ, বিচার ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়ন এবং নারীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতিকরণসহ বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ূম।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক তানিয়া খানের সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কর্মশালার পরিচালক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক আইরিন সুলতানা, কর্মশালা সমন্বয়ক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক নাফিস আহমদে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।