চিলমারীতে ইউনিব্লকের রাস্তা ভাঙনের নির্মাণ কাজ শেষ না হতেই বছ খানাখন্দ শুরু
কুড়িগ্রামের চিলমারী উপজেলার পোস্ট অফিস মোড় থেকে মন্ডলপাড়া পর্যন্ত সড়কটি নির্মাণের এক বছরের মধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে।এই হলো কাজের দশা—কাজ শেষ হওয়ার বছর না ঘুরতেই ভেঙে যাওয়া শুরু করেছে চিলমারী পোস্ট অফিস মোড় থেকে মন্ডলপাড়া হয়ে রাজারভিটা পর্যন্ত সড়কটি। কিছুদিন আগেই নির্মাণ শেষ হওয়া এই সড়কটিতে এখন ভাঙন দেখা দিয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
স্থানীয় বাসিন্দা বকুল মন্ডল বলেন, “রাস্তা বানানোর সময়ই আমরা দেখেছি কাজের মান ভালো না। এখন অল্প বৃষ্টিতেই জায়গায় জায়গায় গর্ত আর ফাটল দেখা দিচ্ছে।”
আরেক স্থানীয় মিলন বলেন, “এই রাস্তাটা আমাদের প্রতিদিনের চলাচলের একমাত্র ভরসা। কিন্তু এখন দেখছি, বছর না ঘুরতেই আবার ভাঙতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই চলাচল বন্ধ হয়ে যাবে।”
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এমন অবস্থা। দ্রুত সংস্কার কাজ না হলে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
