বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ার সাঈদ তিতু
অক্টোবর ২৭, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে ৪০০ বোতল ইস্কাফসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০০ বোতল ইস্কাফসহ ১ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছ নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নাগেশ্বরী থানাধীন হিরারকুটি এলাকার মোছাঃ রিনা বেগম (৩৫)।

গতকাল রোববার ২৬ সন্ধ্যা আনুমান ০৭:৩০ টার দিকে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়।  অভিযানের সময় মাদক কারবারি মোছাঃ রিনা বেগমের (৩৫) হেফাজতে থাকা ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলের ইন্সপেক্টর (ডিবি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি সাংবাদিকদের বলেন, নাগেশ্বরীতে গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগম এর নিজ বসতবাড়ি হতে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতারের পর মামলা রুজু প্রক্রিয়াধীন আছে । উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর পরে আদালতে করা হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে। মাদক নির্মূলে আমরা প্রয়োজনে যৌথ অভিযান চালিয়ে মাদক নির্মূলে বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।