বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ 
অক্টোবর ২২, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” – এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।

 

বুধবার (২২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) সার্কেল’র আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ডিসি অফিসের কার্যালয় চত্ত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করে (বিআরটিএ)। এরপরই একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ । সিভিল সার্জন ডাঃ কে,এম শাহাব উদ্দিন , সড়ক ও জনপদ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী নাহিনুর রহমান , পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শফিকুল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা, প্রমুখ।

 

অতিথিদের দেয়া বক্তব্যে বলেন সামান্য অসতর্কতা ও অবহেলার কারনে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছি। সকলের সচেতনতা ও স্বদিচ্ছাই পরে সড়ক দুর্ঘটনা রোধ করতে। আমরা সকলেই সড়ক ব্যবহারে সচেতন হই, ট্রফিক আইন ও সাইন মেনে চলি বলে এ-সব কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।