বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩১ দফার প্রচারে নৌ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নেছারাবাদ থানা প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রচারণায় স্বরূপকাঠিতে নৌ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন ভিপি মাহমুদের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে সন্ধ্যা ও এর শাখা নদীতে এই নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে স্বরূপকাঠি এন ডব্লিউ স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথি ভিপি মাহমুদ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা এবং জেলা বিএনপির নেতারা।

বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ট্রলারবোঝাই ও মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে ভিপি মাহমুদ বলেন, সবার আগে দেশ, আর সেই দেশের উন্নয়ন অগ্রগতি প্রশ্নে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশিদের মুক্তির সনদ। ৩১ দফার বাস্তবায়ন দেশকে উন্নয়ন ও সমতার চরম শিখরে নিয়ে আসবে ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।