মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা মাউশির, থাকছে না কমিটির একচেটিয়া ক্ষমতা

রওশন জাহান মিতু
অক্টোবর ২৮, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে নতুন নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) এ নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক (বেসরকারি কলেজ) মো. মাঈন উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রজ্ঞাপিত নির্দেশমালা অনুসরণ করতে হবে।

এর আগে ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে একটি পরিপত্রে শিক্ষক ছাড়া অন্যান্য পদে নিয়োগ সুপারিশ কমিটি গঠনের নিয়মাবলি প্রকাশ করা হয়। কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন জেলা শিক্ষা কর্মকর্তা।

নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও নিয়োগ সুপারিশ প্রণয়নের দায়িত্বে থাকবে। প্রয়োজনে কমিটি মৌখিক পরীক্ষার সময় একাধিক বোর্ডও গঠন করতে পারবে। বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে তিন সদস্য থাকবেন, যারা নবম গ্রেডের নিচে হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, নতুন নিয়মে শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির একচেটিয়া কর্তৃত্ব থাকবে না। জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠন করা হবে,যা বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।