কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবাসহ আবদুর রহিম নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৯ অক্টোবর) উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
রহিম (৩৮) করপাটি গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যৌথবাহিনী উপজেলার করপাটি গ্রামে অভিযান চালিয়ে আবদুর রহিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
