বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট টুনটুন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তিনি হত্যাসহ অন্তত ২০ মামলার আসামি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানিয়েছে, টুনটুন মোহাম্মদপুর এলাকায় ভাইয়ের সহায়তায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলেছেন। তার অস্ত্র ব্যবসায়ও সক্রিয়। গ্রেফতারের সময় তার কাছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

টুনটুনের বিরুদ্ধে অন্তত ৬টি হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সরকারি পুলিশ সুপার খান আসিফ তপু জানান, তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ বহু মামলা রয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হয়ে পড়বে। অন্যদের ধরতেও তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।