বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক টাকায় গরুর মাংস বিক্রি করায় স্বস্তির আবহ

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় মাত্র ১ টাকা কেজি গরুর মাংস বিক্রি করেছেন মুফতি রায়হান জামিল। অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রায়হান জামিল।

বৃহস্পতিবার দুপুর ৩টায় জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানের নিম্নআয়ের মানুষের মাঝে ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেন রায়হান জামিল।

ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল জানান, এ কর্মসূচির আওতায় আপাতত একশ পরিবারের কাছে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়।

ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে ভাঙ্গার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরিব মানুষদের মাঝে এই মাংস বিতরণ করা হয়।

মুফতি রায়হান জামিল আরও বলেন, গরুর মাংসের অতিরিক্ত দাম হওয়ার কারণে অনেক গরিব মানুষ কুরবানি ঈদ ছাড়া অন্য সময়ে মাংস কিনে খেতে পারে না। তাই আমি গরিব মানুষদের জন্য মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকতে। মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।