মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতীক্ষার অবসান,১৯ বছর পর জয় পেল চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৩১, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মেয়র চ্যালেঞ্জ কাপে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিংস ক্লাব।

এতে করে সদরঘাটের ঐতিহ্যবাহী সাদা কালো জার্সির দল টি দীর্ঘ ১৯ বছর পর জয় নিয়ে দাপুটে মাঠে প্রত্যাবর্তন করেছে বর্তমান সভাপতি ইদ্রিস মিয়া ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের মোহামেডান স্পোর্টিং ক্লাব।আজকের ম্যাচে দারুণ একটা গোল এবং একটা এসিস্ট করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহামেডান স্পোর্টিংস ক্লাবের নকি চন্দ্র দাস।

প্রতিপক্ষ চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ও ভালো ফুটবল খেলা উপহার দিয়েছে সমর্থকদের। উভয় দলে ঢাকা -চট্টগ্রাম এর একাধিক তারকা ফুটবলার অংশগ্রহণ করেছে।

শনিবার (১ নভেম্বর) বিকেল‌২:৪৫ মি:) এস এ ফ্যামিলি খেলবে শক্তিশালী সিটি করপোরেশন একাদশের বিপক্ষে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।