বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

মকবুল হোসেন
অক্টোবর ৩১, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ অভিযান পরিচালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর অনুমান সাড়ে বারোটার দিকে। আটককৃত ব্যক্তি হলেন, মোঃ আব্দুল্লাহ (৩৭) । তিনি এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

জানা গেছে, ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল জেলার ত্রিশাল থানাধীন বনুয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ(৩৭) কে গাঁজা ভর্তি একটি সিএনজিসহ আটক করেন। আটককৃত আবদুল্লাহ নেত্রকোনা সদরের বনুয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন সমতল মাতৃভূমি ডটকম কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন , আসামির বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে চালান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।