বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৫ ৩:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে পাকস্থলীতে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহনকালে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় এসে নামার পর মো. পান্নু হাওলাদার (৩০) নামে ওই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

এপিবিএন জানায়, বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা পান্নু হাওলাদার পাকস্থলীর ভেতরে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।

পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয়। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল। এসব প্যাকেট খুলে মোট ৬,৩৭৮ (ছয় হাজার তিনশত আটাত্তর) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর একটি ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারিতে আছি। শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে কোনো ধরনের অপরাধ যাতে না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পান্নু হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।