লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বিওপি’র আওতাধীন পালপাড়া নামক স্থানে ১ নভেম্বর বিকালে বিজিবির মাদক বিরোধী অভিযান চালান। একটি ইজিবাইক আসতে দেখে বিজিবি টহল দল থামানোর নির্দেশ দিলে চোরাকারবারীরা ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইক তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ-৪০ বোতল উদ্ধার করা হয়।
এদিকে, ০২ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:১০ মিনিটে মোগলহাট বিওপি’র আওতাধীন চর ফলিমারী (থানা ও জেলা লালমনিরহাট) নামক স্থানে চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ-৪০ বোতল, যার বাজার মূল্য ১৬,০০০/- টাকা, ০১টি ইজিবাইক, যার বাজার মূল্য-২,৫০,০০০/- টাকা এবং ভারতীয় গাঁজা ৩৬ কেজি যার বাজার মূল্য ১,২৬,০০০/- টাকাসহ সর্বমোট বাজার মূল্য ৩ লক্ষ ৯২ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
